সিরীয় পরিস্থিতিতে আহলুস সুন্নাহর অবস্থান

সালাফি দাওয়াহ বাংলা
প্রশ্ন: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, শাইখ। হাইয়্যাকাল্লাহ। সিরিয়ায় সংঘটিত ও ক্রমবর্ধমান ঘটনাবলীর ব্যাপারে আমাদের অবস্থান ও প্রতিক্রিয়া কী হবে — আহলুস সুন্নাহকে আপনি কী উপদেশ দিবেন এবং এমন কোনো বিষয় কি আছে (যদি থাকে) যে বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার? বারাকাল্লাহু ফিকুম।

শাইখ আবু খাদিজাহ আব্দুল ওয়াহিদ আলম:
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমরা সবর করছি — এবং কাফির জালিম শাসকের অপসারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এখন আমরা দোয়া করব, অপেক্ষা করব এবং দেখব — (এই ইস্যুতে কোনো কথা না বলে)।
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url