তাওহিদ এবং যে সময়ে আমরা বাস করছি
আল-আল্লামাহ মুহাম্মাদ আমান আল-জামি (رحمه الله) বলেছেন:
আত-তাওহিদ! তাওহিদ অধ্যয়ন, এর প্রতি মনোনিবেশ করা এবং (এর মাধ্যমে) আমাদের তরুণদের অন্তরে দৃঢ়ভাবে তাওহিদ প্রতিষ্ঠা করা অতীব প্রয়োজনীয় একটি বিষয়, কারণ আমরা (ব্যাপক) কামনা-বাসনাময় এক সময়ে বাস করছি, যে সময় ফিতনাহর, যে সময় বিপর্যয়ের। নবি (ﷺ) বলেছেন, “তোমাদের ওপর এমন কোনো যুগ অতীত হবে না যার পরের যুগ প্রথম যুগ অপেক্ষা বেশি খারাপ নয়।”
[লেকচার: মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিদ দাওয়াতি ইলাল্লাহ]