‘মেরি ক্রিসমাস’ বলার বিধান | শাইখ আবু হাকিম বিলাল ডেভিস
বছরঘুরে ‘ক্রিসমাস’ নামক কুফ্ফারদের প্রচলিত বার্ষিক উৎসবের আবির্ভাব। এ উৎসবকে কেন্দ্র করে বহু আচার, রীতি-রেওয়াজ ইত্যাদি করা হয়ে থাকে। বেশ আড়ম্বরতার সাথেই তা বৈশ্বিকভাবে খ্রিস্টানদের মাঝে পালিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও। কিন্তু ইসলাম তো আর অন্যান্য ধর্মের মতো নয় মোটেও। আমাদের দ্বীন সম্পূর্ণ আলাদা। যেহেতু আল্লাহ আযযা ওয়া জালের কাছে এ দ্বীনই একমাত্র মনোনীত। প্রশ্ন আসে, এই উৎসবে আমাদের কী করণীয়? উত্তর উলামারাই দিয়েছেন। দুঃখজনকভাবে, আমাদের অনেক মুসলিম ভাই-বোনেরা অজ্ঞতাবশতঃ এ উৎসবে কুফ্ফারদের সাথে তাল মিলাতে চান। তাদের উৎসবে তাদের সম্ভাষণ জানান। কিন্তু তা কী আদৌ জায়েয? ছোট এই ক্লিপটিতে আমাদের শাইখ আবু হাকিম বিলাল ইবনু আহমাদ ডেভিস (حفظه الله) এ বিষয়ে আলোকপাত করেছেন।