পর্নোগ্রাফি থেকে উত্তরণ | শাইখ আবু খাদিজাহ আব্দুল ওয়াহিদ
পর্নোগ্রাফি। আমাদের আজকের এই সমাজের এক নীরব ব্যাধির আরেক নাম। নীরব ঘাতক বলতেই হয়। এই মহামারিতে বলতে গেলে আমাদের কিশোর-তরুণ-যুবক, এমনকি বয়োবৃদ্ধ ব্যক্তিরাও আক্রান্ত হয়ে আছেন। আক্ষেপের বিষয় হলো, কেউ এটা নিয়ে কথা বলছেন না। এতো বড়ো মহামারি, অথচ কোথাও কোনো টু শব্দ নেই। এই ক্লিপে আমাদের শাইখ আবু খাদিজাহ (حفظه الله) এক ভাইয়ের পর্নোগ্রাফি বিষয়ক প্রশ্নের বিস্তারিত জবাব দিচ্ছেন।