বিচ্যুতির পূর্বের তাযকিয়াহর কোনো মূল্য নেই
﷽
প্রশ্ন: তার সাথে আমরা কীরূপ আচরণ করবো যার ব্যাপারে তাকে নিয়ে সুধারণা থাকার কারণে বা আহলুল বিদআতের ব্যাপারে তার লেখা কোনো প্রবন্ধের কারণে উলামাদের কারো কারো প্রশংসা রয়েছে; অথচ, তার কার্যক্রম ঐ প্রশংসার বিপরীত হয়; যেমন— সালাফিদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তিরস্কার করা এবং তাঁদের ব্যাপারে বাজে কথা বলা; শুধু তাই নয়, কিছু উলামার ব্যাপারে অন্য উলামাদের কাছে গিয়ে মিথ্যা বলা ইত্যাদি। তো, এরকম কারো ব্যাপারে আমাদের কী করা দরকার?
শাইখ উবাইদ আল-জাবিরি:
আমি বলবো: আহলুস সুন্নাহর উলামা ও ইমামরা এমন নন যে তাঁদের ওপর আসমান থেকে ওয়াহি নাযিল হয়। বরং, তাঁরা তারই প্রশংসা করেন যে বাহ্যিকভাবে সুন্নাহ প্রদর্শন করে এবং সুন্নাহ ও এর অনুসারীদের সমর্থনে কথা বলে, সেভাবে বইয়ের প্রচার-প্রসার করে এবং বিরুদ্ধবাদীদের খণ্ডন করে। এরই ভিত্তিতে, তাঁরা তার দেখানো বাহ্যিক প্রদর্শন অনুসারে তার প্রশংসা করেন।যখন সে তা থেকে বিচ্যুত হয়, আহলুস সুন্নাহকে ভর্ৎসনা করে এবং আহলুল বিদআতের সাথে নিজেকে সম্পৃক্ত করে, তাদের সমর্থনে কথা বলে, তখন তাঁরা তার সাথে তেমনই আচরণ করেন যেমন আচরণের সে উপযুক্ত। আপনি যে প্রশংসার কথা উল্লেখ করেছেন তা কোনো অদ্ভুত বিষয় নয়। আশ-শাফিয়ি, আল্লাহ তাঁর প্রতি রহম করুন, ইবরাহিম বিন মুহাম্মাদ বিন আবু ইয়াহিয়ার প্রশংসা করতেন এবং বলতেন: “একজন নির্ভরযোগ্য লোক আমার কাছে বর্ণনা করেছে...” [১] তিনি বাদে অন্যান্য উলামারা তার সমালোচনা করেছেন। ইমাম মালিক, রাহিমাহুল্লাহ, ইবরাহিমের ব্যাপারে জিজ্ঞাসিত হন। তাঁকে বলা হয়: “তিনি কি নির্ভরযোগ্য?” তিনি বলেন: “না, তার দ্বীনের বেলায়ও না।” [২]তো, আশ-শাফিয়ির প্রশংসা, আল্লাহ তাঁর ওপর রহম করুন, কোনো ক্ষতি করেনি। আমাদের দৃষ্টিতে আশ-শাফিয়ি একজন ইমাম এবং ইসলাম ও সুন্নাহর অন্তর্ভুক্ত সবার কাছেও যারা তাঁর মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল। অথচ, তা ইবরাহিম বিন আবু ইয়াহিয়ার কোনো উপকার করেনি, কারণ উলামারা তার সমালোচনা করেছেন।[৩] মূলনীতি (উসুল) হলো: যে জানে সে যে জানে না তার বিরুদ্ধে দলিল। [৪]
ফুটনোট:
[১] আশ-শাফিয়ি ইবরাহিম বিন আবু ইয়াহিয়ার ব্যাপারে বলতেন: “তার হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য, তার দ্বীনের ব্যাপারে অভিযুক্ত।” - আল-খালিলির আল-ইরশাদ, ১/৩০৮
[২] ইয়াহিয়া বিন সাঈদ আল-কাত্তান বলেছেন: “আমি মালিক বিন আনাসকে ইবরাহিম বিন আবু ইয়াহিয়া সম্পর্কে জিজ্ঞেস করি, তিনি কি নির্ভরযোগ্য? তিনি বলেন: ‘‘না; এবং সে তার দ্বীনের বিচারে নির্ভরযোগ্য নয়।” - আবু হাতিম আর-রাযির আল-জারহ ওয়াত-তাদিল, ১/১৯
[৩] বিশ্র বিন আল-মুফাদ্দাল বলেন: “আমি মদিনার ফকিহদের ইবরাহিম বিন আবু ইয়াহিয়া সম্পর্কে জিজ্ঞেস করি এবং তাঁদের সবাই বলেন: ‘একজন মিথ্যুক!’ বা এরকম কিছু।’’ - আবু হাতিম আর-রাযির আল-জার্হ ওয়াত-তাদিল, ২/১২৭
[৪] Beautiful Speech in Mentioning Advices Related to Minhaj (MTWS)