মুমিন যখন কথা বলতে চায়

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম ইবরাহিম আত-তাইমি (মৃ. ৯২হি, আল্লাহ তার প্রতি রহম করুন) বলেছেন:
মুমিন যখন কথা বলতে চায়, সে প্রথমে চিন্তা করে। তাই, কথা বলা যদি তার জন্য কল্যাণকর হয়ে থাকে, সে বলে — আর যদি তা তার জন্য অকল্যাণকর হয়, সে তা বলা থেকে বিরত থাকে। কিন্তু একজন অসৎ পাপাচারীর বেলায়, তার জিহ্বা হয় উচ্ছৃঙ্খল ও লাগামহীন।
[ইবনু আবিদ দুনিয়ার কিতাবুস-সামত, ২৪৭]

Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url