অমুসলিমরা কি আমাদের ভাই? | শাইখ সালিহ আল-ফাওযান
আমরা সম্প্রতি এক সেলেব্রিটি বক্তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে দেখতে পাচ্ছি। ঐ বক্তা বিধর্মীদেরকে আমাদের ‘মানবতার ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। শুধু বিধর্মীদের নয়, তার ঐ তালিকায় নাস্তিকরাও ঠাঁই পেয়েছে। এমন বক্তব্যের ব্যাপারে আমাদের উলামাদের রায় কী জানতে চান? জবাব এই ভিডিয়োতে। বারাকাল্লাহু ফিকুম।