এক বৃদ্ধ কৃষক এবং তাঁর ‘ফাতহুল মাজিদের’ কপির মাধ্যমে যেভাবে একজন আলিম সালাফিয়্যাহয় হিদায়াহপ্রাপ্ত হন

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ হাম্মাদ আল-আনসারি (رحمه الله) বলেন:

মি একবার শাইখ হামিদ আল-ফাকিহর সাথে মুলাকাত করি এবং তাঁকে বলি: ‘‘মিশরে তো সালাফি পাওয়া দুষ্কর, আর আপনি একজন সালাফি, তো আপনার কাছে সালাফিয়্যাহ কীভাবে পৌঁছেছে?’’

তিনি বলেন: ‘‘আমি কায়রো বা আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করি। যখন আমি আমার ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আমার গ্রামে সফর করি, আমি একটি ফার্মের পাশ দিয়ে যাই এবং দেখি একজন বৃদ্ধ শাইখ সেখানে বসা, আর আমি তাকে সালাম দিই। তখন তিনি আমায় বলেন, ‘তোমার হাতে ওটা কী?’

আমি বলি: ‘গ্র্যাজুয়েশন সনদ।’

শাইখের পাশে ছিল ‘কিতাবুত তাওহিদ’ বইয়ের ব্যাখ্যা ‘ফাতহুল মাজিদ’। শাইখ কিছু একটার দেখাশোনা করার জন্য উঠে হেঁটে যান এবং কিছু সময়ের জন্য বাইরেই থাকেন। আমি বইটি পড়ার জন্য তুলে নিই, পরে শাইখ ফিরে আসেন, আমি তাকে এই বইটি সম্পর্কে প্রশ্ন করি, এবং বলি – এটা তো আমাকে আশ্চর্যান্বিত করেছে। তিনি আমাকে সালাফদের আকিদাহর ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। বললেন: ‘পুত্র আমার, তোমার কর্তব্য হলো তাওহিদ ও সালাফদের আকিদাহ প্রচার করা, কেননা নিশ্চয়ই তা তুমি যে ভার্সিটি থেকে পাশ করেছো সেখানে শেখোনি।’

তো, সেখান থেকেই আমি সালাফদের আকিদাহর প্রতি দাওয়াহ দেওয়া শুরু করি, এবং এই শাইখ ছিলেন ঐ ফার্মের একজন কৃষক।’’

[A Brief Biography of Shaykh, al-Allamah, al-Muhaddith Hammad al-Ansari - Rahimahullah - এর অংশবিশেষ থেকে চয়নকৃত, Compiled and Translated by Abbas Abu Yahya]

সোর্স: followingthesunnah.com
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url