“কোনো নারী যদি তোমার পাশ দিয়ে হেঁটে যায়...”
আনাস বিন মালিক (رضي الله عنه) বলেছেন:
কোনো নারী যদি তোমার পাশ দিয়ে হেঁটে যায়, তবে তার চলে না যাওয়া পর্যন্ত তোমার দৃষ্টি অবনত রাখবে।
[ইবনু আবিদ দুনিয়ার আল-ওয়ারা‘, ৭২]
কোনো নারী যদি তোমার পাশ দিয়ে হেঁটে যায়, তবে তার চলে না যাওয়া পর্যন্ত তোমার দৃষ্টি অবনত রাখবে।
সাহাবাগণ কতো সতর্ক ছিলেন ভাবতেই লজ্জা পাই। আমরা এই ফিতনার যুগে এসব থেকে কতটুকুই বা নিজেদের হেফাজত করে চলতে পারছি... ইয়া আল্লাহ!
আল্লাহ আমাদের সে অনুযায়ী চলার তাওফিক দান করুন, আমিন।