ইসলাম কী?
তা হলো তাওহিদের মাধ্যমে আল্লাহর অনুবর্তী হওয়া (শুধু তাঁর ইবাদাহ করা) এবং আনুগত্যে তাঁর প্রতি সমর্পিত হওয়া, আর শির্ক (বহু-ঈশ্বরবাদ) ও এর অনুসারীদের কাছ থেকে নিজেকে মুক্ত করা।
— মুহাম্মাদ বিন আব্দিল ওয়াহহাব, আদ-দুরার আস-সানিয়্যাহ (১/১২৯)
সোর্স: Aboo_Tasneem