রামাদানের পূর্বে | শাইখ বিন বায

সালাফি দাওয়াহ বাংলা



শাইখুল আল্লামাহ আল-ইমাম আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন বায (رحمه الله):

বশেষে যে বিষয়টি এই আসরে বলা দরকার, সেই নাসিহাহ যা বহুবার পুনরাবৃত্ত হয়েছে: আল্লাহর (عز وجل) কাছে চান তিনি যাতে প্রত্যেক মুসলিমকে এই মহিমান্বিত মাসে পৌঁছার তাওফিক দান করেন। ব্যক্তির উচিত, তার রবের কাছে এই মাসে পৌঁছার তাওফিক কামনা করা, যাতে এর দিনগুলোয় রোজা রাখা এবং এর রাতগুলোতে ইমানের সাথে ও সাওয়াব লাভের আশায় সালাত আদায়ে তিনি তার সহায় হন। (তার উচিত এটা করা) কারণ, কত লোকই এতে পৌঁছতে পারে না যদিও এর আগমনকালের ব্যাপ্তি খুব কম! তাই, মুমিন পুরুষ ও নারীর প্রতি আমার উপদেশ হলো, তারা যাতে আল্লাহর () কাছে কাকুতি-মিনতি করে এবং তাঁর কাছে—সত্যবাদিতা ও আন্তরিকতার সাথে—দোয়া করে, তিনি যাতে তাদেরকে এই মহিমান্বিত মাসে পৌঁছার তাওফিক দান করেন এবং ইমানের (বিশ্বাস) সাথে ও সাওয়াব লাভের আশায় এর দিনগুলোয় রোজা রাখা এবং এর রাতগুলোয় সালাত আদায়ে তিনি তাদের সহায় হন।


পাশাপাশি, আমি তাওবাহ করতে উপদেশ দিচ্ছি। কেউ যেন মহিমান্বিত এ মাসের আগমনের পূর্বেই তার তাওবাহ নবায়ন করে নেয় যাতে করে রামাদান মাস এমন অবস্থায় আরম্ভ হয় যখন আপনি গুনাহ থেকে মুক্ত এবং আল্লাহ আপনার আন্তরিক তাওবাহর কারণে তা আপনার কাছ থেকে মুছে দিয়েছেন।

এছাড়া, আমি উপদেশ দিবো রামাদানে ইস্তিকামাহর ওপর থাকা এবং আল্লাহ (عز وجل) যা কিছু থেকে নিষেধ করেছেন তা থেকে যোজন-যোজন দূরে থাকার জন্য যেন সত্যনিষ্ঠ সংকল্প করা হয়।

অনুরূপ, মুমিন হবে দৃঢ়প্রতিজ্ঞ, স্থিরসংকল্প, সে রামাদানে দৃঢ় প্রচেষ্টা চালাবে এবং তার অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা থেকে রক্ষা করবে। সাথে, সে এর রাত ও দিনগুলোতে ভালো কাজে বৃদ্ধি ঘটানোর ব্যাপারে প্রতিজ্ঞ হবে।

এরই সাথে, সে দৃঢ়প্রতিজ্ঞ হবে রামাদানের পর যাতে আর গুনাহ করতে ফিরে না যায়, বরং রামাদান ও এছাড়া অন্যান্য মাসেও ভালোর ওপর বহাল থাকার নিয়ত যাতে তার থাকে, কেননা নিশ্চয়ই, সে জানে না কখন তার নির্ধারিত সময় (অর্থাৎ, মৃত্যু) তার ওপর আপতিত হবে। ফলে তার নিয়ত হবে কল্যাণকর ও সৎ আমল করার; হতে পারে সে হিদায়াতপ্রাপ্ত হবে এবং, এভাবে ইস্তিকামাহর ওপর থাকবে যতক্ষণ না তার জন্য নির্ধারিত সময় তার কাছে পৌঁছায়।


সোর্স: Markaz us-Sunnah

ডাউনলোড পিডিএফ:

Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url