‘ভ্যালেন্টাইন্স ডে’ ও মুসলিমের করণীয়
﷽
আল্লাহ আপনার প্রতি সদয় হোন, সম্মানিত শাইখ। কথিত ‘ঈদুল হুব্ব’ (Valentine's Day) সম্পর্কিত কতিপয় প্রশ্ন করা হয়েছে। তারা আপনার কাছ থেকে এই উদ্যাপনের ভয়াবহতা এবং এই বিষয়ে প্রচারিত লাজনাহ আদ-দাইমাহর (The Permanent Committee) ফাতওয়া সম্পর্কে স্পষ্ট হতে চান।
তিনি (حفظه الله) জবাবে বলেন:
এই ‘ভ্যালেন্টাইন্স ডে’-টা কী? এটা খ্রিস্টানদের উৎসব; মুসলিমদের জন্য এই উৎসবে অংশগ্রহণ করা নাজায়েয, জায়েয নেই তাদেরকে এর প্রতি উৎসাহ প্রদান করা, (এই) বাতিলের (falsehood) সাক্ষী হওয়া। এধরনের (উদ্যাপনগুলো) অবিশ্বাসীদের (কুফ্ফার) উৎসব — তাদেরকে উৎসাহ প্রদান করবে না।
কার জন্য এই ভালোবাসা? ইবলিসের (শয়তান) জন্য ভালোবাসা? মাসিহর (ঈসা عليه الصلاة والسلام) জন্য ভালোবাসা? নাকি (এটা) তাদের মধ্যকার কিছুর জন্য ভালোবাসা? অবিশ্বাসী অবস্থায় তাদের মধ্যে (সত্যিকার) কোনো ভালোবাসা নেই। [যেমনটা আল্লাহ বলেছেন]:
تَحۡسَبُهُمۡ جَمِيعࣰا وَقُلُوبُهُمۡ شَتَّىٰۚ
“তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছ অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন।” [সুরা আল-হাশর: ১৪]
(এমনকি), তারা বলে: “(এটা) কোনো নারীর প্রতি ভালোবাসা।” এটা নির্লজ্জতাপূর্ণ (বিষয়)।
সোর্স: Markaz us-Sunnah