ইসলাম ধর্ষণের বিরুদ্ধে নারীদের আত্মরক্ষাকে জায়েয করেছে
উবাইদ বিন উমাইর বর্ণনা করেছেন:
হুজাইল গোত্রের কিছু লোক একজনের কাছে সাক্ষাতে আসে, এবং সেখানে একজন মহিলা ছিল যাকে সে ধর্ষণ করতে চায়। তখন ঐ মহিলা তার দিকে একটি পাথর ছুঁড়ে মারে এবং তাকে মেরে ফেলে। উমর বলেন: ‘ওয়াল্লাহি, তার জন্য কোনো রক্তপণ (blood money) নেই।’
অনুসৃত এক মহিলার ব্যাপারে ইমাম আহমাদ বলেন:
‘যদি সে জানতো যে সে তাকে (ধর্ষণ করতে) চায়, এবং সে নিজেকে বাঁচানোর জন্য তাকে হত্যা করে; তাহলে সে ভুল কিছু করেনি।’
[আল-মুগনি: ৮/৩৩১]
সোর্স: MTWS