অমুসলিমদের সাথে পড়াশোনার পর ইসলাম নিয়ে ইয়াসির কাদির শুবুহাত
অমুসলিমদের সাথে Yale University-তে ধর্মতত্ত্ব (Theology) বিষয়ে পড়াশোনার পর ইসলাম নিয়ে ইয়াসির কাদির শুবুহাত
ইয়াসির কাদি বলেছে: “আমি আপনাদের প্রতি সৎ হচ্ছি, আপনারা সবাই তুল্লাবুল ইলম এবং ইসলামি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। ওয়াল্লাহি, আমি আপনাদেরকে সততার সাথে বলছি, Yale-এ যেসব শুবুহাত (ইসলামের ব্যাপারে সন্দেহ) আমার সামনে প্রকাশিত (exposed) হয়, সেগুলোর কিছু কিছুর উত্তর এখনো আমার জানা নেই।” [রেকর্ডেড ওয়েবিনারে ইয়াসির কাদি]
ইয়াসির কাদি মারাত্মক কনফিউশনে পড়ে গেছে যা তার ইসলাম ও ইসলামি আকিদাহকে সন্দেহ করার কারণ হয়েছে, হয়েছে কুরআন ও শরিয়াহ আইনকে সন্দেহ করার কারণ। তাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা এবং নিজের বুঝকে পুনর্বিবেচনা করার পরিবর্তে সে এই শোচনীয় সন্দেহ ও অভ্যন্তরীণ গণ্ডগোল আহলুস সুন্নাহর দিকে সরিয়ে আনতে চাচ্ছে এবং তার ঘৃণা ও বিদ্বেষ তাদের প্রতি চালিত করছে—শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। আমরা আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের এই পথভ্রষ্ট আত্মার দীনতা থেকে হিফাযাত করেছেন।
সোর্স: abukhadeejah.com