যে ব্যক্তি এটি ৫ বার বলবে, সে ক্ষমা পাবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয়!

সালাফি দাওয়াহ বাংলা
আবু সাঈদ আল-খুদরি (رضي الله عنه) বলেছেন:
যে ব্যক্তি ৫ বার বলে:

أَسْتَغْفِرُ اللَه الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ، وَأَتُوبُ إِلَيْهِ

‘আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি চিরঞ্জিব, সর্বসত্তার ধারক এবং আমি তাঁর কাছে তাওবাহ করছি’ – তবে যদিও তার পাপ সমুদ্রের ফেনার ন্যায় হয়, তাকে ক্ষমা করা হবে।

[একটি ভালো সনদে ইবনু আবী শাইবাহ কর্তৃক সংগৃহীত : ৩১৪২০]

Next Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url