তাদেরকে সুন্নাহর ব্যাপারে প্রশ্ন করুন | হিশাম বিন উরওয়াহ
হিশাম বিন উরওয়াহ (رحمه الله) বলতেন:
মানুষ আজ কী বিদআত করছে তা নিয়ে তাদেরকে প্রশ্ন কোরো না, কারণ তারা এর উত্তর প্রস্তুত করে রেখেছে; বরং তাদেরকে সুন্নাহর ব্যাপারে জিজ্ঞেস করো, কারণ তারা তা জানে না।
[গায়াতুল আমানি ফি রাদ আলা আন-নাবাহানিতে ইমাম আলুসি رحمه الله কর্তৃক উদ্ধৃত, ১ম খণ্ড, ৩৬৭ পৃ.]