বরকতময় মাসের সমাপ্তিতে অনুচিন্তন | সালিহ আল-ফাওযান
﷽
শাইখ, ড. সালিহ আল-ফাওযান (حفظه الله):
প্রিয় মুমিনগণ, মাসটি সমাপ্ত হলো বা সমাপ্ত হতে চলল। চলুন আমরা নিজেদের হিসাব নিই: আমরা কী করলাম? মহান এই মাসে আমাদের নিজেদেরকে কী দিতে পেরেছি?
যে সৎ আমল করেছে, সে যেন আল্লাহর প্রশংসা করে এবং মাসটি কল্যাণের ওপর সমাপ্ত করে। এবং যে অবহেলা করেছে, সে যেন আন্তরিক তাওবাহর মাধ্যমে এর কাফ্ফারা দেয়, কেননা নিশ্চয়ই আল্লাহ— “তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন।” [৪২:২৫] “আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” [৩৯:৫৩] “নিশ্চয়ই, কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।” [১২:৮৭]হোক আপনি নেককার ছিলেন কিংবা পিছিয়ে পড়েছিলেন, মাসটি সুন্দরভাবে শেষ করতে দৃঢ় প্রচেষ্টা চালান—কারণ, আমলের বিচার তার সমাপ্তির মাধ্যমেই হয়। আপনার আমল কবুল না হওয়ার ব্যাপারে ভীত ও চিন্তিত হোন, কেননা আল্লাহ, জাল্লা ওয়া আলা, বলেন: “আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন।” [৫:২৭]
নিজের ব্যাপারে চিন্তা-ফিকির করুন, আপনার নিয়ত ও লক্ষ্য সম্পর্কে। আপনাদের কেউ যেন নিজের আমলের মাধ্যমে প্রতারিত না হয়, অথবা এমন চিন্তা যাতে না করে যে সে আল্লাহর হক আদায় করে ফেলেছে, কিংবা এমনও না যে, সে তার ওপর আল্লাহর হকের প্রতিদান দিয়েছে। বরং, প্রত্যেকেই যাতে নিজেকে ত্রুটিপূর্ণ, গাফিল হিসেবে বিবেচনা করে এবং তার মহামহিম রবের সামনে বিনয়ের সাথে দাঁড়ায়।
সালাফদের কেউ কেউ বলতেন: “আমি যদি জানতাম যে আল্লাহ আমার সরিষার দানা পরিমাণ আমল কবুল করেছেন, আমি চাইতাম আমার মৃত্যু হোক।”—এটা আল্লাহ আযযা ওয়া জাল্লার প্রতি তাঁদের সীমাহীন ভীতির ফল।
সোর্স: Masjid Al-Huda Sheffield