প্রথম প্রজন্মের অনুসরণেই নাজাত | শাইখ বিন বায
শাইখ বিন বায (رحمه الله) বলেছেন:
প্রথম প্রজন্মের পরিশুদ্ধিতে যে পদ্ধতি ব্যবহৃত হয়েছিল তা বাদ দিয়ে যে ব্যক্তিই এই দুনিয়ায় ইসলামি সমাজ বা অন্য কোনো সমাজ সংস্কার করতে চায় সে স্পষ্ট ভুলের ওপর বিদ্যমান এবং সত্য থেকে বহু দূরে অবস্থান করছে। কারণ, আদি প্রজন্মের পথ ছাড়া আর কোনো পথ নেই।
[Words of Advice Regarding Da'wah, Al-Hidaayah Publishing, p.29]
সোর্স: Salafi Recordings