বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হওয়া

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ আব্দুল আযিয ইবনু বায (رحمه الله) বলেন:
বিশ্বের প্রতিটি প্রান্তে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে যত্নশীল হওয়া, তাদের প্রতি মনোযোগী হওয়া—তাদের হাল যাচাই করা, তাদের বাস্তব অবস্থা বুঝতে চেষ্টা করা, তাদের ব্যথা-বেদনায় সহমর্মিতা প্রকাশ করা, তাদের প্রয়োজন অনুধাবন করা এবং এরপর তাদের সাহায্যার্থে কাজ করা—এবং এক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলোকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর অগ্রাধিকার দিয়ে প্রত্যেকের সক্ষমতা অনুসারে সহযোগিতা করা অপরিহার্য।
[মাজমু ফাতাওয়া ওয়া মাকালাত, ১৪শ খণ্ড, পৃ. ৩২৩]

সোর্স: Markazus Sunnah
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url