নাসিহাহ তিক্ত হলেও শুনুন | মাইমুন বিন মিহরান
জাফর বিন বুরকান থেকে খালিদ বিন হায়্যান বর্ণনা করেছেন, আল্লাহ তাঁদের ওপর রহম করুন, যিনি বলেছেন: আমাকে মাইমুন বিন মিহরান, আল্লাহ তাঁর ওপর রহম করুন, বলেছেন,
“জাফর! আমার মুখের ওপর আমি ঘৃণা করি এমন কথা (মানে, তিক্ত সত্য) বলো, কারণ, একজন ব্যক্তির তার ভাইকে দেওয়া নাসিহাহ (সম্পূর্ণ) হবে না যতক্ষণ না সে তার মুখের ওপর এমন কথা বলছে যা সে ঘৃণা করে।”