গুনাহ বিদআত থেকে উত্তম! - সন্তানের প্রতি ইউনুস বিন উবাইদের উপদেশ
ইউনুস বিন উবাইদ তাঁর ছেলেকে এক আহলুল আহওয়ার (অর্থাৎ, খেয়ালখুশি বা পথভ্রষ্টতার অনুসারী) ঘর থেকে বের হতে দেখলেন। তাই তিনি বললেন: ‘‘পুত্র আমার! মাত্র তুমি কোথা থেকে বের হলে?” সে জবাব দিল: “আমর বিন উবাইদের* সোহবত থেকে।” তখন তিনি বললেন: “পুত্র আমার, তোমাকে অমুকের ঘর থেকে বের হতে দেখার চেয়ে যদি কোনো বেহায়া ও লম্পট লোকের ঘর থেকে বের হতে দেখতাম, তা আমার জন্য অধিক পছন্দনীয় হতো! আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ, পুত্র আমার, যদি একজন ব্যভিচারী, একজন গুনাহগার, একজন চোর হিসেবে অথবা একজন খেয়ানতকারী হিসেবেও হয়, তা আমার কাছে কোনো আহলুল আহওয়ার কথা নিয়ে তাঁর সাথে তোমার সাক্ষাতের চেয়ে অধিক প্রিয়।”
* তাঁর সময়কার আহলুস-সুন্নাহর ইমাম: আবু মুহাম্মাদ আল-হাসান ইবন আলি ইবন খালাফ আল-বারবাহারির (মৃ. ৩২৯হি) স্মারক কিতাব, ‘শারহুস সুন্নাহ’, ১৫০ নং পয়েন্ট (মাকতাবাতুর-রুশদ, ১৪২৯হি/২০০৮)
সোর্স: abukhadeejah.com