আহলুস সুন্নাহর গুনাহগারেরা আল্লাহর বন্ধু, পক্ষান্তরে আহলুল বিদআহর যুহহাদরা আল্লাহর শত্রু

সালাফি দাওয়াহ বাংলা

ইমাম আহমাদ ইবনু হাম্বল (মৃ. ২৪১হি) বলেছেন:

“আহলুস সুন্নাহর মধ্যে যারা কবিরা গুনাহগার, তাঁদের কবরগুলো (সুখের) বাগান। আর আহলুল বিদআহর মধ্যে যারা যুহহাদ, তাদের কবরগুলো (আগুনের) গর্ত। আহলুস সুন্নাহর প্রকাশ্য গুনাহগারেরা (ফুসসাক) আল্লাহর বন্ধু, আর আহলুল বিদআহর যুহহাদরা আল্লাহর শত্রু।”

[তাবাকাতুল হানাবিলাহ, ১/১৮৪]


“যুহহাদ” হচ্ছে যারা দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এবং নিজেদেরকে সেসব পার্থিব আকাঙ্ক্ষা থেকে বিরত রাখে যা অন্যদের কাছে কাম্য। আর আল্লাহর “আওলিয়া” হচ্ছে আল্লাহর বন্ধু, যাদের প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করেন এবং নিরাপত্তা দান করেন। ইমাম আহমাদের (রাহিমাহুল্লাহ) এই বক্তব্যে অবাক হওয়ার কিছু নেই। কারণ, বিদআতের অনুসারী তার গুনাহকে (দ্বীনে যার কোনো ভিত্তি নেই) পুণ্যকাজ মনে করে, যে কারণে সে তাওবাহ করে না। অন্যদিকে, সুন্নি গুনাহগার ব্যক্তি জানে যে তার গুনাহ সীমালঙ্ঘন; ফলে সে অনুতপ্ত হয়, তাওবাহ করে এবং আল্লাহর ক্ষমার আশা করে।


قال أحمد بن حنبل رحمه الله: قبور أهل السنة من أهل الكبائر روضة، وقبور أهل البدع من الزهاد حفرة ، فساق أهل السنة أولياء الله، وزهادأهل البدع أعداء الله


সোর্স: abukhadeejah.com

Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url