তারা শুধু রামাদানেই আল্লাহকে চিনে!

সালাফি দাওয়াহ বাংলা
বিশর আল-হাফিকে বলা হয়:

কিছু মানুষ আছে যারা রামাদানে ইবাদাহ সম্পাদন করে এবং (ভালো) আমল করার ক্ষেত্রে বেশ প্রচেষ্টা চালায়; অথচ যখন মাসটি শেষ হয়, তারা ওসব ভালো আমাল এবং এতে নিজেদের দৃঢ় প্রচেষ্টা ছেড়ে দেয়।

এর প্রত্যুত্তরে তিনি বলেন: “তারা কতই না হতভাগা যারা আল্লাহকে শুধু রামাদানেই চিনে!”

قيل لبشر الحافي: أن قوما يتعبدون في رمضان ويجتهدون في الأعمال، فإذا انسلخ تركوا! قال: بئس القوم قوم لا يعرفون الله إلا في رمضان!

[মিফতাহুল আফকার লিত তাআহুব লি দারিল কারার, পৃ. ২৮৩, ২য় খণ্ড]

সোর্স: almanhajulhaqq
Next Post Previous Post
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url