আমাদের পরিচয় ও লক্ষ্য

              

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহর শান্তি ও বরকত বর্ষিত হোক তাঁর রাসুল মুহাম্মাদ (), তাঁর পরিবার, তাঁর সাহাবাদের ওপর এবং যারা যথাযথভাবে তাদের পথ অনুসরণ করে। অতঃপর: নিশ্চয়ই সর্বোত্তম বক্তব্য হলো আল্লাহর বাণী, সর্বোত্তম হিদায়াহ (Guidance) হলো মুহাম্মাদ ()-এর হিদায়াহ, এবং সমস্ত কাজের মধ্যে নিকৃষ্টতম হলো দ্বীনে সংযোজিত নতুন বিষয় (Bidʿah), যার কোনো দলিল-প্রমাণ নেই। কেননা, প্রত্যেক নতুন সংযোজন (বিদʿআহ) হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে পরিচালিত করে।

‘সালাফি দাওয়াহ বাংলা’ বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামি ইলম অনুবাদ করায় নিবেদিত। আমরা যথার্থ অনুবাদের মাধ্যমে নিশ্চিত করি বাংলা ভাষীদের কাছে যাতে আমাদের সালাফ ও উলামাদের ইলম পৌঁছে যায়। যাতে তাঁদের প্রভাব ভার্চুয়াল জগতের গণ্ডি ছাড়িয়ে মুসলিমদেরকে ইসলামের মূল শিক্ষার সাথে সম্পৃক্ত রেখে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে। উৎসের নির্ভরযোগ্যতার ওপর গুরুত্বারোপ করে রাসুলুল্লাহ () এবং তাঁর সাহাবাদের শিক্ষার আলোয় ‘সালাফি দাওয়াহ বাংলা’ মানুষকে পথভ্রষ্ট ধারণা থেকে সঠিক ইসলামি শিক্ষার পার্থক্য বুঝতে সহায়তা করে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের অনুবাদগুলোকে অসংখ্য মানুষের সঠিক আকিদাহ ও মানহাজের পথে পরিচালিত করার ক্ষেত্রে পথপ্রদর্শক বানান।


Salafi Dawah Bangla is dedicated to translating authentic Islamic teachings into Bangla. Our dedication to accurate translations ensures that the wisdom of our pious predecessors and scholars reaches the Bangla-speaking community. Their impact extends beyond virtual spaces, empowering Muslims to navigate modern challenges while remaining rooted in the true teachings of Islam. By emphasizing the importance of authentic sources and the teachings of the Prophet Muḥammad (peace be upon him) and his companions, Salafi Dawah Bangla equips individuals with the tools to distinguish true Islamic teachings from misguided interpretations.

We ask Allāh that our unwavering commitment and meticulous translations become a beacon of knowledge, guiding countless individuals on the path of sound Aqīdah and Manhaj.